ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারে বিশ্বকাপ থেকে বিদায় ডাচদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৩-এর নিয়ম রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। মাঠে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই ডাচদের বোলিং ব্রিগেডদের নিয়ে তুলোধনা করেছেন ডেভিড মালান। ৭৪ বলে ৮৭ রান করেই ম্যাচের ভীত গড়ে দেন তিনি। এরপর ম্যাচের হাল ধরেন বেন স্টোকস। ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন ক্রিস ওকস (৫১)।
ইংল্যান্ডের ৩৪০ রান তাড়া করতে নেমে ১৭৯ রানেই গুটিয়ে যায় ডাচরা। সঙ্গে বিশ্বকাপ থেকেও বিদায় ঘন্টা বেজে গেল ডাচদের। ব্রিটিশদের পাহাড় প্রমাণ রান চেজ করতে গিয়ে প্রথমেই উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সবথেকে বেশি রান করেছেন তেজা নিদামানুরু (৪১*)। ব্রিটিশদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মইন আলি ও আদিল রশিদ। নেদারল্যান্ডসের সফলতম বোলার বাস ডি লিড ৭৪ রানে ৩ উইকেট নিলেন। ৬৭ রান দিয়ে ২ উইকেট আরিয়ান দত্তের। ৮৮ রানে ২ উইকেট লোগান ভ্যান বিকের। বিশ্বকাপ থেকে আগেই বিদায় হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। এবার বিদায় নিল ডাচরা।