দেশ বিভাগে ফিরে যান

এখনও বিদেশি সংস্থায় ভরসা? মোদীর আত্মনির্ভরতার তত্ত্বও আদপে জুমলা?

November 9, 2023 | 2 min read

এখনও বিদেশি সংস্থায় ভরসা? মোদীর আত্মনির্ভরতার তত্ত্বও আদপে জুমলা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সব সময় দাবি করেন, তাঁর আমলে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। হরবকত আত্মনির্ভরতার বুলি আওড়ান তিনি। কিন্তু বাস্তবে ছবিটা ঠিক উল্টো। আজও দেশের গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কাজের জন্যে, বিদেশি সংস্থার উপরই ভরসা করতে হচ্ছে মোদী সরকারকে। সর্বভারতীয় এক সংবাদপত্র আরটিআইয়ের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এনেছে। জানা যাচ্ছে, প্রতিরক্ষা, স্বাস্থ্য-সহ মোদী সরকারের ১৬টি মন্ত্রক ও দপ্তর পাঁচবছরে বিদেশি সংস্থাগুলিকে দিয়ে কমপক্ষে ৩০৮টি কাজের দায়িত্ব দিয়েছে। পাঁচ বছরে ৫০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। এই তথ্য জানাজানি হতেই টনক নড়েছে অর্থমন্ত্রকের। প্রতিটি মন্ত্রককে এই সংক্রান্ত খরচের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। এখনও বেশ কিছু মন্ত্রক তথ্য জমা দেয়নি বলে জানা গিয়েছে।

যে পাঁচ বিদেশি সংস্থাকে নিয়োগ করা হয়েছে তারা হল- ইসওয়াটারহাউসকুপার্স (পিডাবলুসি), ডেলোয়েট, আর্ননেস্ট অ্যান্ড ইয়ং গ্লোবাল লিমিটেড (ইওয়াই), কেপিএমজি ও ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি। ২০১৭ থেকে ২০২২-র মধ্যে ৯২টি কাজ পেয়েছে পিডাবলুসি। তাদের পরেই রয়েছে ডেলোয়েট। ৫৯টি প্রজেক্টে ১৩০ কোটি টাকার বেশি কাজ পেয়েছে তারা। এরপরই রয়েছে ইঅ্যান্ডওয়াই, ৮৭টি কাজ পেয়েছে। কেপিএমজি ৬৬টি কাজ পেয়েছে। অসামরিক পরিবহণ, ইলেক্টনিক্স ও তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, গ্রামীণ উন্নয়ণ, পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, পর্যটন, প্রতিরক্ষার মতো মন্ত্রক বিভিন্ন কাজ ‘আউটসোর্স’-এর মাধ্যমে সেরেছে। ৫০টি সরকারি সংস্থাও মাল্টিন্যাশনাল কনসালটেন্সি ফার্মকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছে। ২০১৯ থেকে ২০২১-র মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের মূল্যায়ণ করতে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল নীতি আয়োগ। সাতটি কাজের জন্য ১৭ কোটি ৪৩ লক্ষ টাকা খরচ হয়েছে।

২০১৭-র এপ্রিল থেকে ২০২২-র জুনের মধ্যে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ও তাদের অধীনস্থ চারটি সংস্থা বিদেশি সংস্থাদের ১৭০ কোটি টাকার কাজ দিয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পের জন্য ইঅ্যান্ডওয়াইকে ১৮ কোটি টাকার বরাত দিয়েছে দিয়েছিল পর্যটন মন্ত্রক।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Atmanirbhar Bharat, #Narendra Modi, #Foreign investment

আরো দেখুন