← দেশ বিভাগে ফিরে যান
৩৬ ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে ডিপ ফেক ভিডিও সরানোর নির্দেশিকা কেন্দ্রীয় মন্ত্রীর
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে নিন্দার ঝড় উঠেছে সারা দেশে।
‘২০২১ সালের তথ্য-প্রযুক্তি আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়িয়ে পড়া আটকানোর দায়িত্ব অনলাইন প্ল্যাটফর্মগুলির উপরই বর্তায়। কোনও ব্যবহারকারী বা সরকারি কর্তৃপক্ষের তরফে অভিযোগ আসার ৩৬ ঘণ্টার মধ্যে ভুয়ো বিষয়বস্তু সরিয়ে ফেলার দায়িত্বও সংশ্লিষ্ট সংস্থাগুলির। সেই কাজে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলা দায়েরের অধিকার রয়েছে অভিযোগকারীর। এইগুলো ঠেকাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সক্রিয় ভূমিকা নিতে হবে। ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে গত ছ’মাসে দ্বিতীয়বার নির্দেশিকা জারি করা হল’, এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের।