সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর থেকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। ১৯ দিন ধরে চলবে অধিবেশন। বৃহস্পতিবার জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।
আগামী ৩ ডিসেম্বর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভার ভোট গণনা। ফলপ্রকাশের পর দিনই বসছে চলতি বছরে সংসদের শেষ অধিবেশন। সাধারণত নভেম্বরের মাঝামাঝি শীতকালীন অধিবেশন বসে। তবে এ বছর নির্বাচনের কারণে ডিসেম্বরে শুরু হচ্ছে অধিবেশন। এই অধিবেশনে একাধিক বিল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফৌজদারি দণ্ডবিধি বদল সংক্রান্ত আইন পাশ হতে পারে এই অধিবেশনে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ হতে পারে। সংসদের বিশেষ অধিবেশনে এই বিল পাশ হওয়ার সম্ভাবনা ছিল। তবে বিরোধীদের তীব্র আপত্তির কারণে তখন বিল পাশ করা যায়নি। আবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার সংক্রান্ত বিষয়ও উত্থাপিত হবে অধিবেশনে। এর জেরে নতুন সংসদ ভবন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।