খেলা বিভাগে ফিরে যান

নিয়মরক্ষার ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই আফগানদের, শেষ হাসি হাসল প্রোটিয়ারা

November 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আস্তে আস্তে বিশ্ব ক্রিকেটে সম্মানজনক আসন পাচ্ছে আফগানরা। ম্যাক্সওয়েল ঝড়ে তাদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হলেও, খুলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা। আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি। ১০ উইকেট হারিয়ে ২৪৪ তোলে আফগানরা। প্রোটিয়াদের সামনে ২৪৫ রানের লক্ষ্য রেখেছিল আফগানিস্তান। রান তাড়া করতে নেমে বেগ পেতে হল প্রোটিয়াদের, সহজে জয় এল না। ইতিমধ্যেই তারা সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে।

অল্পের জন্য সেঞ্চুরি হল না ওমরজাইয়ের। শেষ বলে বাউন্ডারি মারলে সেঞ্চুরি হত। তাঁর স্ট্রেট ড্রাইভ আটকে যায় রাবাডার পায়ে। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেললেন ওমরজাই। বোলাদের মধ্যে কোয়েটজির চার উইকেট পেয়েছেন। লুঙ্গি ও কেশব মহারাজ দুটি করে উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানে ফেরেন কুইন্টন ডি’কক। ২৩ রানে আউন হন প্রোটিয়া অধিনায়ক বভুমা। নবি এবং রশিদ খান দুটি করে উইকেট পেয়েছেন। ৫ উইকেটে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ভ্যান দার দুসেন ৭৬ রানে অপরাজিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#World Cup 2023, #ODI World Cup 2023, #ICC ODI World Cup 2023, #CWC23, #SA v AFG

আরো দেখুন