বিনোদন বিভাগে ফিরে যান

আবারও বড় পর্দায় দেবী চৌধুরাণী! জানুন কে কোন চরিত্রে অভিনয় করছেন

November 14, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি মুক্তি পেল ‘দেবী চৌধুরাণী’র প্রথম লুক পোস্টার। ‘দেবী চৌধুরাণী’ সিনেমা পরিচালনা করেছেন শুভ্রজিত মিত্র। এই সিনেমার প্রযোজনা করছে ADited Motion Pictures, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। মুখ্য ভূমিকায় আছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

দেবী চৌধুরাণী হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস যেটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।

দেখে নেওয়া যাক কোন কোন অভিনেতা অভিনেত্রী শুভ্রজিত মিত্রের দেবী চৌধুরাণী তে অভিনয় করছেন।

১) প্রফুল্ল/ দেবী চৌধুরাণী – শ্রাবন্তী চ্যাটার্জি

২) ব্রজেশ্বর – কিঞ্জল নন্দ

৩) হরবল্লভ – সব্যসাচী চক্রবর্তী

৪) ভবানী পাঠক – প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

৫) রঙ্গরাজ – অর্জুন চক্রবর্তী

৬) নিশি – বিবৃতি চ্যাটার্জি

৭) সাগর – দর্শনা বণিক

যদিও এই প্রথম নয়, টলিউডে ও টেলি জগতে দেবী চৌধুরাণী নিয়ে কাজ হয়েছে। ১৯৭৪ সালে মুক্তি পায় বাংলা ছবি দেবী চৌধুরাণী যেটিতে প্রফুল্ল/ দেবী চৌধুরাণীর ভূমিকায় অভিনয় করেন মহানায়িকা সুচিত্রা সেন। টেলি জগতে দেবী চৌধুরাণী/প্রফুল্ল চরিত্রে অভিনয় করেন সোনামণি সাহা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Srabanti Chatterjee, #Devi Chowdhurani, #Subhrajit Mitra, #Devi Chowdhurani Teaser

আরো দেখুন