‘বিরাট’ দিনে কিউইদের ৭০ রানে হারিয়ে ম্যাচ জেতালো সামির সাত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ওয়াংখেড়েতে কিউইদের বিরুদ্ধে নামছে রোহিত ব্রিগেড। ১৯শের বদলা নিয়ে আজই কী ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া? নাকি ফের সেমিতে হবে স্বপ্নভগ্ন?
প্রথমে ব্যাট করতে নামে ভারত। ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ করে ভারত। বিরাট আজ ৫০তম সেঞ্চুরি করে সচিনের রেকর্ড ভাঙলেন। ১১৭ রান করেন বিরাট। শ্রেয়স আইয়ার করেন ১০৫ রান। ৮০ রানে অপরাজিত থাকেন গিল। ঝোড়ো ৩৯ রান করেন রাহুল ও ৪৭ করেন রোহিত। ৩টি উইকেট নেন সাউদি ও একটি উইকেট নেন বোল্ট।
ব্যাট করতে নেমে দ্রুত ২টি উইকেট পড়ে যায়। কেন উইলিয়ামসন ও মিচেল ১৮১ রান করেন ৩য় উইকেটে জন্য। ৬৯ রানে আউট হন অধিনায়ক উইলিয়ামসন। ১৩৪ করে আউট হন মিচেল। ফিলিপস করেন ৪১ রান। ভারতের হয়ে ৭ উইকেট নেন শামি। ১টি করে উইকেট নেন বুমরা, সিরাজ, কুলদীপ। ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৭০ রানে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করল টিম ইন্ডিয়া।
দেখুন প্রতিমুহূর্তের LIVE UPDATE
- আউট স্যান্টনার, নিউজিল্যান্ড ৩২০/৮
- ১৩৪ করে আউট মিচেল, শামির ৫ উইকেট,নিউজিল্যান্ড ৩০৬/৭
- ফিলিপসের পর আউট চ্যাপম্যান, ৪৩.৫ ওভারে নিউজিল্যান্ড ২৯৮/৬
- আউউউউটটটট ফিলিপস!!!, ৪২.৫ ওভারে নিউজিল্যান্ড ২৯৫/৫
- ৪৮ বলে নিউজিল্যান্ডের দরকার ১১০ রান
- ৫৪ বলে নিউজিল্যান্ডের দরকার ১১২ রান
- চলছে মিচেল-ফিলিপস ঝড়, ৪০.৪ ওভারে নিউজিল্যান্ড ২৮৫/৪
- ৩৮.৩ ওভারে নিউজিল্যান্ড ২৫০/৪
- ৩৭ ওভারে নিউজিল্যান্ড ২৩৬/৪
- ৩৪.৪ ওভারে নিউজিল্যান্ড ২২৩/৪
- আউউউউটটটটট!!! শামির বলে এবার সাজঘরে ফিরলেন টম লাথাম
- আউউউউটটটটট!! শামির বলে আউট উইলিয়ামসন (৬৯)। ৩২ ওভার শেষে ২২০/৩
- ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৬/২
- ২১ ওভারে ২ উইকেটে ১৩৩ রান নিউজিল্যান্ডের
- ১৭তম ওভারে ১০০ পার নিউজিল্যান্ডের।
- ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮৭/২
- ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৬/২
- আউউউউটটটটট!!শামির আগুনে পেসে কিউইদের ২য় উইকেটের পতন, ফেরালেন রাচিনকে (১৩)
- ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪০ রান।
- আউউউউটটটটট!! বল করতে এসেই নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা.শামির বলে রাহুলের দুর্দান্ত ক্যাচে ফিরলেন কনওয়ে (১৩)
- ৩ ওভার শেষে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে ১৮ রান। কনওয়ে করেছেন ১২ বলে ১২ রান। ৬ বলে ৪ রান রাচিনের।
- প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৮/১ । বল করছেন বুমরা এবং সিরাজ।
- ৩৯৮ বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। ওপেন করতে নেমেছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র
- কোহলি, শ্রেয়সের শতরান, শুভমনের অর্ধশতরানের সৌজন্যে ৫০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৯৭ রান। শেষ ওভারে ভারতের এই ওভার থেকে এল ১৫ রান। রাহুল একটি ছয় এবং ২টি চার হাঁকিয়েছেন এই ওভারে। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন রাহুল। ৬৬ বলে অপরাজিত ৮০ রান শুভমন গিলের।
- আউউউউটটটটট!! ৭০ বলে ১০৫ করে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। পরিবর্তে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব।
- সেঞ্চুরি!! চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন শ্রেয়স আইয়ার। ৬৭ বলে শতরান পূরণ করেন তিনি
- ৪৭তম ওভারেই ৩৫০ পার করে গেল ভারত।
- আউউউউটটটট!! ১১৩ বলে ১১৭ রান করে আউট হলেন বিরাট কোহলি। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার, ২টি ছক্কায়।
- হাফসেঞুরি!! ৩৫ বলে ৫০ রান করলেন শ্রেয়স আইয়ার।
- ৭৯ বলে ১০০ রান পূর্ণ করলেন বিরাট-শ্রেয়স জুটি।
- ৪০ ওভার শেষ। ভারতের স্কোর ১ উইকেটে ২৮৭ রান
- ৩৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৫২/১
- ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২১৪/১
- হাফসেঞ্চুরি!! ৫৯ বলে ৫০ রান করলেন বিরাট কোহলি।
- ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৮০/১
- ৬৫ বলে ৭৯ রান করার পর আহত হয়ে সাজঘরে ফিরলেন শুভমন। ক্রিজে আসলেন শ্রেয়স আইয়ার।
- ২০ ওভার শেষে ভারতের স্কোর ১৫০/১।৩৪ বলে ২৬ রান কোহলির। ৫৮ বলে ৭৫ রান শুভমনের।
- ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১১৮/১
- হাফসেঞ্চুরি!! ৪১ বলে ৫০ রান করলেন শুভমন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১১৪/১
- মাত্র ১২.২ ওভারে ১০২/১ করল ভারত।
- ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৮৪/১। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং শুভমন গিল।
- আউউউউটটটট! সাউদির বলে সোজাসুজি তুলে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ক্যাচ আউট রোহিত (৪৭)।
- ৫ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/০
- প্রথম ওভার শেষে ভারতের রান সংখ্যা ১০/০। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা এবং শুভমন গিল।
- টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার