দশ মাসে ১৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির টার্গেট! কী পরিকল্পনা মোদী সরকারের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের লক্ষ্যে তালিকাভুক্ত করেছিল মোদী সরকার। বেসরকারিকরণ চলছে, এবার ১৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করতে তৎপর মোদী সরকার, আগামী দশ মাসের মধ্যে সেগুলি বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলির মধ্যে রয়েছে, মিনারেলস অ্যান্ড মেটাল ট্রেডিং কর্পোরেশন, মাদ্রাজ ফার্টিলাইজার, স্টেট ট্রেডিং কর্পোরেশন, স্কুটার ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, মাজগাঁও ডক শিপবিল্ডার্স, নেভিল লিগনাইট, এনএলসি ইন্ডিয়া, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স।
আগামী ১০ মাসের মধ্যে সংস্থাগুলির ৫ থেকে ১০ শতাংশ শেয়ার দ্রুত বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।২০২৪-র আগস্টের মধ্যেই ১৬টি সংস্থার বেসরকারিকরণ সম্পন্ন হবে। সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিংয়ের বিধির বাইরে রাখার জন্য সেবির কাছে আবেদন জানাতে চলেছে মোদী সরকার। কোনও সংস্থাকে শেয়ারবাজারে নথিভুক্ত করলে, তার ন্যূনতম একটি অংশীদারিত্ব বেসরকারি হাতে থাকতে হয়। সেবির নিয়ম এমনটাই। ১৬টি সংস্থাকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সেই নিয়মের বাইরে রাখার ব্যাপারেই আর্জি জানাবে মোদী সরকার। ওই সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলির ৫ থেকে ১০ শতাংশ শেয়ার বিক্রয় করার জন্য উদ্যাগী হবে অর্থমন্ত্রক। সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক ও নীতি আয়োগ। বেসরকারিকরণের তালিকায় রয়েছে আইটিডিসি, অ্যান্ড্রু ইয়ুল, মিনারেলস অ্যান্ড মেটাল ট্রেডিং কর্পোরেশন, মাদ্রাজ ফার্টিলাইজার, স্টেট ট্রেডিং কর্পোরেশন, স্কুটার ইন্ডিয়া-সহ ১৮টি সংস্থা। উল্লেখ্য, ইতিমধ্যেই আইটিডিসি এবং অ্যান্ড্রু ইয়ুল ইতিমধ্যেই বেসরকারিকরণ তালিকার অন্তর্গত।
ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, মাজগাঁও ডক শিপবিল্ডার্স, নেভিল লিগনাইট, এনএলসি ইন্ডিয়া, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সের মতো সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়ে জোর দেওয়া হচ্ছে। সংস্থাগুলিকে মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং নীতির আওতায় নিয়ে আসা হবে। এক গুচ্ছ সরকারি সংস্থার শেয়ার বিক্রি না হওয়ায় সেবির ন্যূনতম বিধিনিয়ম পূরণ হচ্ছে না। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই কারণেই তড়িঘড়ি সংস্থাগুলির শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।