দেশ বিভাগে ফিরে যান

উত্তরাখণ্ডে সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে কী ব্যবস্থা NDRF-র?

November 15, 2023 | < 1 min read

উত্তরাখণ্ডে সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে কী ব্যবস্থা NDRF-র?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরাখণ্ডের সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে ভিতরে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক, দুর্ঘটনার পর কেটে গিয়েছে দু’দিনেরও বেশি সময়। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। উদ্ধার কাজ চলছে, তৎপতার সঙ্গে কাজ করছে এনডিআরএফ ও এসডিআরএফ।

বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, উদ্ধারকার্য সম্পন্ন করতে বুধবার পর্যন্ত সময় লাগতে পারে। মঙ্গলবার সুড়ঙ্গের ধ্বংসস্তূপের ভিতর প্রশস্ত স্টিলের পাইপ ঢোকানোর কাজ শুরু হয়েছে। পরিকল্পনা করা হয়েছে, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ৯০০ মিলিমিটার ব্যাসের একটি পাইপ ঢোকানো হবে। ড্রিলিং মেশিনের সাহায্যে সেই পাইপের ভিতরে একটি পথ তৈরি করা হবে। ওই পথ দিয়েই শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে পারবেন। অক্সিজেন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে আরেকটি পাইপের মাধ্যমে।

আটকে থাকা শ্রমিক গব্বর সিং নেগির সঙ্গে পাইপের সাহায্যে কিছু সময়ের জন্য তাঁর ছেলে আকাশ কথা বলেছেন। প্রথমে তাঁকে এই সুযোগ দিতে চাননি উদ্ধারকারী দলের সদস্যরা। বারবার অনুরোধের পর তাঁকে সুযোগ দেওয়া হয়। আকাশ জানিয়েছেন, কথা হয়েছে। আটকে পড়া সকলেই নিরাপদে আছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#workers, #Uttarakhand, #Rescue, #tunnel accident, #steel pipes

আরো দেখুন