রাজ্য বিভাগে ফিরে যান

নয়া সংসদভবন থেকে শিবাজি প্যালেস, থিমে জমজমাট বাঁশবেড়িয়ার কার্তিক পুজো?

November 16, 2023 | < 1 min read

নয়া সংসদভবন থেকে শিবাজি প্যালেস, থিমে জমজমাট বাঁশবেড়িয়ার কার্তিক পুজো?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর খ্যাতি সর্বজনবিদিত। এবার সেখানে জমে উঠেছে থিমের লড়াই। বাঁশবেড়িয়ার পুজো মণ্ডপগুলি সেজে উঠছে নানান থিমে। কোথাও তৈরি হচ্ছে শিবাজি প্যালেস, কোথাও বিশালাকার শঙ্খ, কোথাও আবার নবনির্মিত সংসদ ভবনের আদলে তৈরি হচ্ছে মণ্ডপে।

বাঁশবেড়িয়ার বসু লেনে জামাই কার্তিক পুজোর এবার ৪৮ বছরে, নতুন পার্লামেন্ট ভবনের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। স্পিকার, প্রধানমন্ত্রী, সাংসদদের বসার ব্যবস্থাও থাকছে। স্থানীয় এক নাট্যদল সংসদ ভবনের অধিবেশনের আসর বসাবে। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাতভর চলবে শো। বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লি রামকৃষ্ণ সঙ্ঘের নারায়ণ পুজো ৭১ বছরে পা দিয়েছে। তারা শিবাজি প্যালেসের আদলে বিশালাকার মণ্ডপ গড়েছে। ঘোড়ায় চড়া শিবাজির বিশাল মূর্তি থাকবে মণ্ডপের সামনে।

জুনিয়র বালক সঙ্ঘের নারায়ণ পুজো এবার ৫৮ বছরে পা দিয়েছে, থিম ‘শঙ্খম’। মণ্ডপ সাজানো হয়েছে ছোট-বড় নানান আকারের শঙ্খ দিয়ে, প্রবেশ পথেও থাকছে পেল্লাই একখানা শঙ্খ। বাঁশবেড়িয়া কুণ্ডু গলির নবভারতী সঙ্ঘ পরিচালিত নটরাজ পুজোর ৭০ বছরের থিম পরাগ অভিসার। গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকার মতো হাজারও ফুলে সেজে উঠেছে মণ্ডপ। উদ্যোগক্তারা বলছেন, কীট-পতঙ্গের মাধ্যমে পরাগ মিলনের উপর সমগ্র জীবজগৎ নির্ভর করে। প্রক্রিয়াকে রক্ষা করার বার্তা দিচ্ছে এই পুজো কমিটি। কিশোর বাহিনীর নটরাজ পুজো ৫৯ বছরে পা দিয়েছে, তারা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে। ৫৯ তম বছরে, স্থানীয় এলাকার ৫৯ জন মহিলাকে দিয়ে পুজোর উদ্বোধন করা হবে। প্রতাপ সঙ্ঘের মা সন্তোষীর পুজো এবার ৪৭ বছরে পা দিয়েছে। ৮২ বছরে পড়ছে মিতালি সঙ্ঘের শিব পুজো। মন্দিরের আদলে মণ্ডপে নির্মাণ করা হয়েছে। থাকবে বিশালাকার শিবের মূর্তিও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kartik Pujo, #Bansberia, #kartik pujo 2023, #West Bengal, #Festival, #hooghly

আরো দেখুন