দেশ বিভাগে ফিরে যান

সাংসদ আইডিতে লগ ইনের উপর নিয়ন্ত্রণ আনতে কী পদক্ষেপ সচিবালয়ের?

November 16, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: PIB

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহুয়া মৈত্রকে নিয়ে চলা বিতর্কের আবহেই বড় ঘোষণা করল সংসদের সচিবালয়। সাংসদদের আপ্তসহায়ক এবং ‘অথরাইজড পার্সন’দের সাংসদ আইডিতে লগ-ইন-র উপরে নিয়ন্ত্রণ আনা হল৷ কোনও সাংসদের আপ্ত সহায়ক বা অথরাইজড পার্সন এবার থেকে আর সাংসদের হয়ে সংসদের সাইটে আপাতত লগ ইন করতে পারবেন না৷ আগামী শীতকালীন অধিবেশনে প্রশ্নপত্র, এমনকি সাংসদের টিএ বিল বা সংসদীয় কোনও নোটিশও অন লাইনে সাবমিট করা যাবে না।

মহুয়া মৈত্রর ঘটনায় সংসদ সচিবালয়ের পদ্ধতিগত ত্রুটিগুলি প্রকাশ্যে চলে এসেছে। তার পরই এই পদক্ষেপ। যদিও এই মর্মে এখনও কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ মৌখিকভাবেই জানানো হয়েছে। সচিবালয়ের এহেন সিদ্ধান্তের জেরে সাংসদরা সমস্যায় পড়েছেন। তাঁরা অনেকেই, নিজেদের আপ্ত সহায়ক বা অথরাইজড পার্সনদের মাধ্যমে সংসদের ওয়েবসাইটে লগ ইন করতেন। বিভিন্ন নোটিশও জমা দিতে পারতেন৷ আপাতত তা আর করা যাবে না৷ অন্যদিকে, সাংসদদের হার্ড কপি বিল, নোটিশ জমা করতে হবে। যা অনেক বেশি সময়সাপেক্ষ বলেই মত অভিজ্ঞ মহলের৷ শীতকালীন অধিবেশনের এক মাসও বাকি নেই। এই অবস্থায় সাংসদরাও বুঝতে পারছেন না, এই অল্প সময়ের মধ্যে কীভাবে তারা প্রশ্ন সাবমিট করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#LOG IN, #Access, #Mahua Moitra, #Parliament, #MP ID

আরো দেখুন