খেলা বিভাগে ফিরে যান

আজ ইডেনে হাই ভোল্টেজ সেমিফাইনাল দেখে রাতে বাড়ি ফিরবেন কীভাবে? জানুন বিস্তারিত

November 16, 2023 | < 1 min read

আজ ইডেনে হাই ভোল্টেজ সেমিফাইনাল দেখে রাতে বাড়ি ফিরবেন কীভাবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে প্রবেশ করে গেছে।

আজ ইডেন গার্ডেনে মুখোমুখি হচ্ছে ৫বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারতের খেলা না থাকলেও এই ম্যাচ দেখতে উপস্থিত থাকবে হাজার হাজার দর্শক। এই দিন রাতের ম্যাচ শেষে বাড়ি ফিরবেন কীভাবে ভাবছেন? মুশকিল আসান করল পরিবহন দপ্তর। ধর্মতলা থেকে হাওড়া, শিয়ালদহ, গড়িয়া, শ্যামবাজার সহ একাধিক রুটে বেশি রাতে বেসরকারি বাস চলবে। আজ অতিরিক্ত সরকারি বাসও পাবে ইডেন ফেরত দর্শক।

আজ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে রাতের দিকে মিলবে এক জোড়া স্পেশাল মেট্রো। রাত ১০টা ৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। এসপ্ল্যানেড থেকে উত্তর ও দক্ষিণমুখী দু’টি মেট্রো দক্ষিণেশ্বর ও কবি সুভাষের দিকে যাবে।

হাওড়া ও শিয়ালদহ থেকে শেষ লোকাল ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও ইডেন গার্ডেন ও বিবাদী বাগ স্টেশন থেকে চক্ররেল পরিষেবা থাকবে গভীর রাত পর্যন্ত।

ক্রিকেট প্রেমীরা যাতে স্বাচ্ছন্দে খেলা দেখে বাড়ি পৌঁছতে পারে তার সমস্ত ব্যবস্থা করছে রাজ্যের প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Spectators, #Kolkata, #Cricket, #metro, #transport, #bus, #trains, #Eden Gardens, #ICC Cricket World Cup

আরো দেখুন