খেলা বিভাগে ফিরে যান

FIFA World Cup 2026 Qualifier: কুয়েতকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু ভারতের

November 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের মাঠে তাদের বিরুদ্ধে ১-০ গোলে জিতল সুনীল ছেত্রীরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে মনবীর সিং ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন । ভারতের এরপরের ম্যাচ শক্তিশালী কাতারের বিরুদ্ধে।

এদিন খেলার ৭৫ মিনিটে বাঁ দিক থেকে ছাংতে বল বাড়িয়েছিলেন মনবীরকে লক্ষ্য করে। কুয়েতের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে মনবীর বাঁ পায়ে শট নেন যা কুয়েতের গোলকিপার আটকাতে পারেনি।

প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতকে সাডেন ডেথে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা।সেখানে দুবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। ভারত দুবারই অপরাজিত ছিল।


TwitterFacebookWhatsAppEmailShare

#Kuwait, #World Cup 26 qualifier, #India, #Football

আরো দেখুন