আজ কার্তিক পুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া,রইল আপডেট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ যার ফলে দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।
দীঘা থেকে ৪০০ কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ। আগামীকাল সকালে এই নিম্নচাপ ওড়িশার উপকূলে অবস্থান করবে ও ঘূর্ণিঝড় মিধিলি-তে পরিণত হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। দীঘা উপকূলে মাইকিং করে পর্যটকদের ও মৎস্যজীবীদের সতর্ক করছে প্রশাসন।
আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থাকবে।