রাজারহাটে নজর কাড়বে ৫১ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজারহাটে এই বছর জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণ ৫১ ফুটের প্রতিমা। পাঁচতলা ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের মাথাও ছাড়িয়ে গিয়েছে জগদ্ধাত্রী প্রতিমা। চারপাশে কালো কাপড়ে ঢাকা। মাঝখানে সোনালি রঙের ৫১ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা।
এই প্রতিমা তৈরিতে মূলত ব্যবহার হয়েছে ফাইবার। শিল্পী জামালউদ্দিন মোল্লা জানিয়েছেন, দেড় মাস ধরে গড়ে উঠছে প্রতিমা। রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকার সন্তোষপল্লি জগদ্ধাত্রী ও কুমারী পুজো কমিটির উদ্যোক্তারা বলছেন, এ বছরে দশম বর্ষের জগদ্ধাত্রী পুজোর আকর্ষণ এই ৫১ ফুটের দেবী জগদ্ধাত্রীর প্রতিমা এবং কুমারী পুজো। প্রতিমার নীচের বা’দিকের অংশে বসেছে সিংহের মুখ। অন্ধকার পরিবেশে লেজার আলোয় প্রতিমার আকর্ষণ আরও বাড়বে।
অন্যদিকে, রাজারহাট ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে নজর কাড়ছে আরও একটি থিমের জগদ্ধাত্রী পুজো– কদমপুকুর গ্রামবাসীবৃন্দের পুজো। ১৬তম বর্ষে পা দেওয়া এই পুজোর এবারের থিম পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ঐতিহ্যবাহী ‘মহিষাদল রাজবাড়ি’।