দেশ বিভাগে ফিরে যান

বিজেপি’র বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আর‍ও বাড়াবে কৃষকরা

November 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন নয়, বিরোধীতাও নয়। তবে বিজেপি’র বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আর‍ও বাড়াবে কৃষকরা।

আগামী ২৬ নভেম্বর মোদী সরকারের নীতির বিরোধিতা করে দেশের সব রাজ্যের রাজভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনে সরাসরি কোনও দলকেই সমর্থন অথবা বিরোধিতার রাস্তায় হাঁটবে না তারা, কিন্তু বিজেপিকে হারানোর বার্তা দেবে সর্বত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Samyukta Kisan Morcha, #Raj Bhavan marches, #SKM, #India, #bjp

আরো দেখুন