বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি, নিরঞ্জন হীরানন্দানি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী মঙ্গলবার, ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তম বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন।চলবে আগামী বুধবার ২২ নভেম্বর পর্যন্ত। রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে জানা গেছে, আম্বানি গ্রূপের কর্ণধার মুকেশ অম্বানী, হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
এই সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে। সম্মেলনের অতিথিদের ঘুরিয়ে দেখান হবে গঙ্গাবিহার, আলিপুর জেল মিউজিয়াম।
এই সম্মেলনে সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রে রয়েছেন মুকেশ অম্বানী এবং নিরঞ্জন হীরানন্দানি। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে পশ্চিমবঙ্গে মুকেশের উপস্থিতিকে রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এছাড়া থাকতে পারেন আইটিসি গ্রুপের সঞ্জীব পুরী, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দল-সহ দেশের প্রথম সারির ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রিস।