রাজ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? কেমন থাকবে আজকের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’র ল্যান্ডফল নিয়ে নজর রেখেছিলেন অনেকেই। তবে শেষমেশ পূর্বাভাস মতোই, বাংলাদেশের দিকে ল্যান্ডফল হয় ‘মিধিলি’র। খুব বড় ঘুর্ণিঝড় হয়নি। উপকূলীয় অঞ্চলে বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই ঘূর্ণিঝড়। এর কোনও বড়সড় প্রভাব বাংলায় দেখা যায়নি।
শুক্রবার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আকাশ ছিল মেঘলা। দিনেরবেলায় জোরে হাওয়া বয়েছে বহু জায়গায়।
শনিবার উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ লাগোয়া, পূর্বের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
আজ শনিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি, আর্দ্রতা ও আকাশে মেঘের কারণে দক্ষিণবঙ্গে শীতের আমেজে কিছুটা হলেও ব্যাঘাত ঘটতে পারে। ফলে কিছুটা হলেও গরম ভাব, অস্বস্তি থাকতে পারে। তবে একইসঙ্গে হালকা বৃষ্টি ও হাওয়ার কারণে বাতাসে শিরশিরানি ভাব থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।