খেলা বিভাগে ফিরে যান

WorldCup জিতলে কত টাকা পাবেন জয়ীরা? কী থাকছে রানার্সদের জন্য?

November 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আইসিসি ১ কোটি ডলারের আর্থিক পুরস্কার দিচ্ছে। ভারতীয় মুদ্রায় মোট পুরস্কার মূল্য প্রায় ৮৩ কোটি টাকা। আইসিসি বিশ্বকাপ জয়ী দলকে পুরস্কার হিসেবে ৩৩ কোটি ৩২ লক্ষ টাকা দেবে।

চলতি বিশ্বকাপে এখনও অবধি অপরাজিত ভারত। বিশ্বকাপে লিগ পর্বে এক একটি ম্যাচ জেতার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার দিয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লক্ষ ৩৪ হাজার টাকার মতো। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে, রোহিত, বিরাটেরা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তবে সেমিফাইনালে জেতার জন্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলে পুরস্কার মূল্য হিসেবে আইসিসির কাছ থেকে ভারতীয় মুদ্রায় মোট ৩৬ কোটি ৩২ লক্ষ টাকা পাবে। রানার্স হলে ২০ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ১৬ কোটি ৬৬ লক্ষ টাকা পাবে। রানার্স হলে মোট পুরস্কার মূল্য হবে প্রায় ১৯ কোটি ৬৬ লক্ষ টাকা।

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলে বা রানার্স হলে ভারতের থেকে ৮০ হাজার ডলার কম পাবে। (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকার মতো)। কারণ অজিরা লিগ পর্বের দু’টি ম্যাচ হেরেছেন। তাঁরা চ্যাম্পিয়ন হলে পাবেন ৩২ কোটি ৬৭ লক্ষ টাকার মতো। রানার্স হলে প্রায় ১৮ কোটি ৯৯ লক্ষ টাকা পাবেন। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ৮ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৬৬ লক্ষ টাকার মতো পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India vs Australia, #icc world cup 2023, #Prize money

আরো দেখুন