খেলা বিভাগে ফিরে যান

মোতেরায় মহারণ: ভারত নাকি অস্ট্রেলিয়া? মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

November 19, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর কিছুক্ষণ পরই সেরা হাওয়ার লড়াই শুরু। ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। দুই দেশের লড়াই দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। অপরাজিত থেকে বিশ্বজয় করবে ভারত নাকি হেক্সার স্বপ্নপূরণ করবে আজিরা? কার হাতে উঠবে কাপ? কী বলছে পরিসংখ্যান? 

বিশ্বকাপের আসরে এখনও পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। ৮ বার জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচবার জিতেছে ভারত। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান তুলেছে ৩৫৯, সর্বনিম্ন স্কোর ১২৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর করেছে ৩৫২ ও সর্বনিম্ন স্কোর ১২৫।

বিশ্বকাপের আসরে ১৯৮৩ সালে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। প্রথমবার অস্ট্রেলিয়া ১৬২ রানে জয়লাভ করে। দ্বিতীয় সাক্ষাতে ১১৮ রানে জেতে কপিল দেবের নেতৃত্বাধীন ভারত। ১৯৮৭ সালের বিশ্বকাপেও দুই দল দু’বার মুখোমুখি হয়েছিল। সেবারেও প্রথম সাক্ষাতে জয়লাভ করে অজিরা। দ্বিতীয়বার জেতে ভারত। ১৯৯২ সালে পঞ্চম সাক্ষাতে ভারতকে ১ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। ১৯৯৬ সালে ফের ভারতকে ১৬ রানে হারিয়ে জয়ী হয় অজিরা। ১৯৯৯ সালের বিশ্বকাপেও ৭৭ রানে অজিদের কাছে হেরেছিল ভারত। ২০০৩ সালের বিশ্বকাপে দুই দল ২ বার মুখোমুখি হয়েছিল। দুবারেই জিতেছিল অজিরা। প্রথমবার ৯ উইকেটে। দ্বিতীয়বার ফাইনালে ১২৫ রানে। ২০১১ সালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে জয়ী হন মহেন্দ্র সিংহ ধোনিরা। ২০১৫ সালে ভারতকে সেমিফাইনালে ৯৫ রানে হারিয়ে জয়ী হয় অস্ট্রেলিয়া। ২০১৯ সালে দুই দলের সাক্ষাতে ভারত জিতেছিল ৩৬ রানে। এবারেও গ্রুপ লিগের ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। ৫২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিয়েছিলেন রোহিত শর্মারা।

সীমিত ওভারের ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়া প্রথমবার ১৯৮০ সালে একে অপরের মুখোমুখি হয়েছিল। ৬৬ রানে সেই ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ভারতের ঘরের মাটিতেই মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সেই সিরিজে প্রথম দু’ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছিল ভারত। শেষ ম্যাচটি অবশ্য অস্ট্রেলিয়া জেতে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট সংগ্রাহকদের দেখে নেওয়া যাক:

সর্বোচ্চ রান
বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজেই ইন্দোরে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ৩৯৯ রান তুলেছিল, যা ওয়ান ডে-তে দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে এক ইনিংসে ওঠা সর্বোচ্চ স্কোর।

সর্বনিম্ন স্কোর
সর্বনিম্ন স্কোরের রেকর্ডও ভারতই করেছে। ১৯৮১ সালে সিডনিতে অজিদের বিরুদ্ধে মাত্র ৬৩ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় দল।

সবচেয়ে ব্যবধানে বড় জয়
২০০৪ সালে অস্ট্রেলিয়া ভারতকে ২০৮ রানে হারায় যা এখনও পর্যন্ত দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

সর্বাধিক রান (ব্যক্তিগত)
ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সাক্ষাতে সর্বাধিক ৩০৭৭ রান করেছেন সচিন তেন্ডুলকর। তিনিই সর্বাধিক সেঞ্চুরিও করেছেন। (নয়টি)

সর্বাধিক উইকেট
৩২ ম্যাচে ৫৫টি উইকেট নেওয়া ব্রেট লি ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।

সর্বোচ্চ শিকার
অ্যাডাম গিলক্রিস্ট ভারত-অস্ট্রেলিয়ার মোকাবিলায় সর্বাধিক ৭৯টি উইকেট তালুবন্দি ও স্ট্যাম্প করেছেন। (৭৩টি ক্যাচ, ছয়টি স্ট্যাম্প)

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs AUS, #icc world cup 2023

আরো দেখুন