খেলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপের ফাইনালে ‘Man of the Match’ হয়েছেন কারা? চিনে নিন বিশ্বজয়ের নায়কদের

November 19, 2023 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফাইনাল মানেই নার্ভ ধরে রাখার লড়াই। হাইভোল্টেজ ফাইনাল সামলে কারা দেশকে বিশ্বজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? এক নজরে দেখে নিন ফাইনালের ‘Man of the Match’-দের :

ক্লাইভ লয়েড

১৯৭৫-র ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ক্লাইভ লয়েড। ১০২ রান করেছিলেন লয়েড।

ভিভ রিচার্ড

১৯৭৯ তে শিরোপা উঠেছিল ভিভ রিচার্ডের মাথায়। অপরাজিত ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন।

মহিন্দর অমরনাথ

১৯৮৩-তে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মহিন্দর অমরনাথ। ব্যাট হাতে ২৬ রান করেছিলেন। বল হাতে শিকার করেছিলেন তিন উইকেট।

ডেভিড বুন

১৯৮৭ সালে ফাইনালের নায়ক ছিলেন ডেভিড বুন, ৭৫ রানের ইনিংস খেলেছিলেন।

ওয়াসিম আক্রম

১৯৯২-তে পাকিস্তানের বিশ্বজয়ের নায়ক ছিলেন ওয়াসিম আক্রম। তিন উইকেট নেওয়ার পাশাপাশি ৩৩ রানও করেছিলেন।

অরবিন্দ ডি সিলভা

১৯৯৬ সালের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন অরবিন্দ ডি সিলভা। অপরাজিত ১০৭ রানের ইনিংস এবং বল ঘুরিয়ে তিন উইকেট নিয়েছিলেন।

শেন ওয়ার্ন

১৯৯৯-তে চার উইকেট নিয়ে ফাইনালের সেরা হয়েছিলেন শেন ওয়ার্ন।

রিকি পন্টিং

২০০৩ সালে শিরোপা জেতেন রিকি পন্টিং। অজি অধিনায়ক ১৪০ রানের ইনিংস খেলেছিলেন।

অ্যাডম গিলক্রিস্ট

২০০৭-এ ১৪৯ রানের ইনিংস খেলার সুবাদে ফাইনালে সেরার মুকুট উঠেছিল অ্যাডম গিলক্রিস্টের মাথায়।

মহেন্দ্র সিংহ ধোনি

২০১১ সালে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে ভারতের বিশ্বজয়ের হিরো হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।

জেমস ফকনার

২০১৫-তে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন জেমস ফকনার। তিন উইকেট নিয়েছিলেন তিনি।

বেন স্টোকস

২০১৯-এ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বেন স্টোকস। ৮৪ রানে অপরাজিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICC World Cup, #Man Of The Match

আরো দেখুন