জন্মদিনে সুস্মিতা, মিস ইউনিভার্স থেকে কীভাবে হয়েছিলেন বি টাউনের সেন-সেশন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাক্তন মিস ইউনিভার্স থেকে শুরু বলিউডের আইকন সুস্মিতা সেন। আজ ১৯ নভেম্বরে জীবনের ৪৭ এ পা রাখলেন তিনি। ২০১৫ সালে তাঁকে বাংলা ছবি ‘নির্বাক’-এ সর্বশেষ দেখা গিয়েছিল। সর্বশেষ হিন্দি ছবি করেছেন তারও আগে- ২০১০ সালে ‘নো প্রবলেম’ ছবিতে। দীর্ঘদিনের বনবাস কাটিয়ে সম্প্রতি অভিনয় জগতে কামব্যাক করেছেন তিনি।
একনজরে দেখে নিন সুস্মিতা সেনের জীবনের অসামান্য দিকগুলি
১) সুস্মিতা সেন হায়দ্রাবাদের এক বাঙালি বৈদ্য পরিবারে ১৯৭৫ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা-মা হলেন ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রনের প্রাক্তন কমান্ডার শুভীর সেন এবং জুয়েলারি ডিজাইনার এবং দুবাই-ভিত্তিক একটি দোকানের মালিক শুভ্রা সেন। তাঁর দুই ভাই-বোন, নীলম নামে এক বোন এবং রাজীব নামে এক ভাই রয়েছে।
২) সুস্মিতা তাঁর সামাজিক কাজের জন্য ২০১৩ সালের মাদার তেরেসা পুরষ্কারে সম্মানিত হয়েছিলেন। ২০১৬ সালের ইন্ডিয়ান লিডারশিপ কনক্লেভে শিল্পকলায় অবদানের জন্য তিনি “শাশ্বত সৌন্দর্য এবং দশকের অভিনেত্রী” পুরস্কার লাভ করেন। তিনি মিস ইউনিভার্স ২০১৬ সৌন্দর্য প্রতিযোগিতারও বিচার করেছিলেন দুই মেয়ের সিঙ্গল মাদার সুস্মিতা সেন।
৩) এছাড়াও তিনি এমনই এক মডেল অভিনেত্রী যিনি ১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্সের মুকুট পরেছিলেন। এছাড়াও ১৮ বছর বয়সে ১৯৯৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জিতেছিলেন।
৪) সুস্মিতা সেন মূলত হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত, তিনি তামিল এবং বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।
৫) শিক্ষাগত যোগ্যতাতেও পিছিয়ে নেই সুস্মিতা। ইংরেজি অনার্স সম্পূর্ণ করে সাংবাদিকতার পাঠও নিয়েছিলেন তিনি। নয়াদিল্লির বিমান বাহিনীর সুবর্ণ জয়ন্তী ইনস্টিটিউট এবং সেকেন্দ্রাবাদের সেন্ট অ্যান হাই স্কুলে পড়াশোনা করেছিলেন এই অভিনেত্রী।
৬) সুস্মিতার জমকালো লাইফস্টাইলকে অনুগামীদের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর শখের মধ্যে অন্যতম কবিতা, গদ্য লেখা, জেট স্কিইং, বাইক চালানো।
৭) মায়ের হাতে তৈরি চিলি চিকেন বড্ড প্রিয় এই বং-সুন্দরীর। এছাড়াও জানা গিয়েছে তাঁর প্রিয় খাবার সুশি এবং চকোলেট ফাজ। তবে সব ফাস্টফুড নয়, বরং এগরোল বা চিকেন রোলটাকেই এগিয়ে রাখেন সুস্মিতা ৷ হোটেলের নয়, বরং ঘরে তৈরি রোল সুস্মিতার নাকি খুব প্রিয়!
৮) প্রাক্তন এই মিস ইউনিভার্স ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এই অভিনেত্রীর পছন্দের অভিনেতারা হলেন সালমান খান, শাহরুখ খান এবং অর্জুন রামপাল।
৯) হালকা বাদামী চোখের এই অভিনেত্রীর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্যও তিনি সুপরিচিত। ছোট থেকে বুড়ো অনেক প্রেমিকেই মজেছিলেন এই বিশ্বসুন্দরী। জীবনে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁর বয়ফ্রেন্ডসদের তালিকায় রয়েছে বিক্রম ভাট (পরিচালক), সঞ্জয় নারাং (ব্যবসায়ী), সাবীর ভাটিয়া (উদ্যোক্তা), রণদীপ হুডা (অভিনেতা), ইমতিয়াজ খাত্রী (ব্যবসায়ী), মানব মেনন (বিজ্ঞাপন-চলচ্চিত্র নির্মাতা), বান্টি সচদেবা (ব্যবসায়ী), মুদাসসার (ডি আজিজ) • ওয়াসিম আকরাম (ক্রিকেটার), ঋত্বিক ভাসিন (ব্যবসায়ী), রোহমান শাল (মডেল এবং অভিনেতা) এছাড়াও ললিত মোদী সাথে সম্পর্ক নিয়েও বিতর্কে জড়িয়েছেন তিনি।
১০) GQ রিপোর্ট অনুযায়ী, সুস্মিতা সেনের নেট ওয়ার্থ USD 12 মিলিয়ন, যা প্রায় ৯৫.৯ কোটি টাকার সমান। এছাড়াও GQ-এর রিপোর্ট অনুসারে, সুস্মিতা সেন সিনেমা প্রতি ৩-৪ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। এছাড়াও, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য অভিনেত্রী ১.৫ কোটি টাকা ধার্য করেন।
দীর্ঘ বিরতির পর ডিজনি হটস্টারে ওয়েব সিরিজ ‘আর্যা’র হাত ধরেই ফের অভিনয় দুনিয়ায় ফিরেছেন সুস্মিতা। সম্প্রতি মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে তার আসন্ন সিরিজ ‘আরিয়া’র ট্রেলার। এতে তাঁর স্ট্যান্ডআউট ভূমিকার জন্য সমালোচকরাও তাঁর প্রশংসা কয়েছেন।