বাইশ গজের বিশ্বযুদ্ধের ফাইনালে আশ্বিন? ‘উইনিং কম্বিনেশন’ বদলাবে ভারত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফাইনালের ভারতের প্রথম একাদশ কী ঠাঁই পাবেন রবিচন্দ্রন আশ্বিন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে। চলতি বিশ্বকাপে ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে অপ্রতিরোধ্য ভারত। প্রতি ম্যাচেই প্রায় একই টিম নামিয়েছেন কোচ রাহুল, তিনি একাদশে খুব একটা বদল করতে পছন্দ করেন না। তাতেই সাফল্য এসেছে। হার্দিক চোট পেয়ে ছিটকে যাওয়ার পরই দলে বদল হয়। শার্দূল ঠাকুরের জায়গায় আসেন মহম্মদ শামি। হার্দিকের জায়গায় সূর্যকুমার যাদব, গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ম্যাচেই ভারত প্রথম একাদশে বদল করেছিল শেষবারের জন্য। তারপর আর বদল হয়নি। কোনও ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙেননি কোচ রাহুল দ্রাবিড়। ফাইনালে কি প্রথম একাদশে বদল আসবে? নাকি একই দল নিয়ে বাইশ গজে লড়াইয়ে নামবেন রোহিতরা?
বিশেষজ্ঞদের মতে, আমদাবাদের বাইশ গজের চরিত্রের ওপরই নির্ধারিত হবে ফাইনালের একাদশ। কারা থাকবেন দলে, কারা বাদ যাবেন তা বলা সম্ভব নয়। আজ বেলার দিকে পিচের চরিত্র স্পষ্ট হবে। তবে অনেকেরই দাবি, ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে বল করতে দেখা যেতে পারে। টিম ইন্ডিয়ার অনুশীলনের সময় অশ্বিনকে নেটে বল করতে দেখা গিয়েছে। বোলিং কোচের সঙ্গেও তাঁকে পরামর্শ করতে দেখা গিয়েছে। ফাইনালে নামতে হলে, যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তাই কি প্রস্তুতি সেরে রাখলেন আশ্বিন। আশ্বিন প্রথম একাদশে এলে ভারতের ব্যাটিং আরেকটু মজবুত হবে।
পিচ স্পিন সহায়ক হলে, ভারত ফাইনালে ৩ জন স্পিনার ও ২ পেসার নিয়ে নামতে পারে। চলতি বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ খেলেছেন আশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ১০ ওভার বল করে মাত্র ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। রোহিত শনিবারের প্রাক ফাইনাল সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়েছেন, রবিবার পিচ দেখার পরই তাঁরা প্রথম একাদশ নিয়ে ভাববেন। আশ্বিন দলে আসলে, কে বাদ পড়বেন? মনে করা হচ্ছে, সেক্ষেত্রে মহম্মদ সিরাজই বাদ পরতে পারেন।