বন্দে ভারত পৌঁছে দেবে জগদ্ধাত্রীর কাছে! জানেন কোথায় হয়েছে এমন মণ্ডপ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যাবে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। ট্রেনের তিনটি বগি, ভাড়া নাম মাত্র। চকোলেট, বিস্কুট, পানীয় জলও থাকবে ট্রেনে। বন্দে ভারত এক্সপ্রেসের আদলে গড়া টয় ট্রেন চলবে অশোকনগরে। ট্রেন থেকে নামলেই হ্যারি পটারের জাদুনগরী, এটাই তাদের ২৯ বছরের পুজোর থিম। দর্শনার্থীদের পুজো প্যন্ডেলে পৌঁছে দিতে ট্রেন চালাচ্ছে অশোকনগরের কল্যাণগড় ভ্রাতৃ সঙ্ঘের পুজো উদ্যোক্তারা। খবরটি ছড়িয়ে পড়তেই চড়ছে পারদ।
হ্যারি পটার ঘিরে উন্মাদনার শেষ নেই। হ্যারি সিরিজের উপন্যাস ও সিনেমাগুলিও রীতিমতো হিট। হ্যারি পটারের জাদু জগতের বিভিন্ন দিক ফুটে উঠছে ভ্রাতৃ সঙ্ঘ। মণ্ডপের পাশে রাখা হয়েছে লোহার রেল লাইন সঙ্গে তিন বগির নীল-সাদা রঙের ট্রেন। এক সঙ্গে ৬০ জন যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারবেন। ট্রেনের নাম, ‘হগওয়ার্ডস এক্সপ্রেস’। যা চলবে ডিজেলে। যাত্রী ওঠানামার জন্য তৈরি হয়েছে প্ল্যাটফর্ম। একজন টিটিও থাকবেন। ট্রেন থেকে নামলেই গেট। মণ্ডপ দেখা হয়ে গেলে তাঁরা আবার ট্রেনে চেপে ফিরে যাবেন। রাস্তার একপাশে লোহার পাত বসিয়ে অস্থায়ী লাইন তৈরি হয়েছে। ট্রেনটির দৈর্ঘ্য ৩৫০ মিটার। ট্রেনের পাশাপাশি মানুষ হেঁটেও মণ্ডপে প্রবেশ করতে পারবেন। মণ্ডপে থ্রিডি শো হবে।