রাজ্য বিভাগে ফিরে যান

কাশ্মীরের মতো দার্জিলিংয়ের পাহাড়ে‍ও এবার ফুটবে টিউলিপ

November 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাশ্মীর নামটা শোনা মাত্র চোখের সামনে ভেসে ওঠে মনোরম সব দৃশ্য। তাই গোটা বিশ্বের কাছে ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর। ২০০৭ সালে ভূস্বর্গে যুক্ত হয়েছে আরও এক নতুন এক সৌন্দর্য, যার নাম টিউলিপ বাগান। শ্রীনগরেই তৈরি হয়েছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান। যা দেখতে প্রতিবছ হাজার হাজার পর্যটক হাজির হন শ্রীনগরে। এবার সেরকমই টিউলিপ বাগান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে দার্জিংয়ের পাহাড়ে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রি-বিজনেস ম্যানেজমেন্টের (কোফাম) দাবি, টিউলিপ চাষের আদর্শ পরিবেশ রয়েছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে। শীতে দিনের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১২ ডিগ্রির নীচে থাকলেই টিউলিপ ফোটানো সম্ভব। আর দার্জিলিংয়ে সেই অনুকূল পরিবেশ রয়েছে। একারণেই এবার পাহড়ে টিউলিপ চাষের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কোফাম।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফামের টেকনিক্যাল অফিসার অমরেন্দ্র পাণ্ডে বলেন, বছর খানেক আগে কার্শিয়াংয়ে একটি রেস্তরাঁয় টিউলিপ ফুল চাষের খবর মেলে। সেখানে টবে ওই ফুল ফুটিয়ে পর্যটকদের কাছে রীতিমতো বিক্রিও করেন ওই রেস্তরাঁর মালিক। সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। দেখি, টবেই উন্নতমানের টিউলিপ ফুল ফুটেছে। এরপরই আমরা ওই এলাকায় সমীক্ষা শুরু করি। এলাকার মাটির নমুনা সংগ্রহ করি।

কোফাম সূত্রে জানা গিয়েছে, টিউলিপ চাষের জন্য কার্শিয়াং, কালিম্পং, ঘুম এলাকায় কিছু জমির ব্যাপারে জিটিএ’র সঙ্গে কথাবার্তা হয়েছে। সেখানে জমি পাওয়া গেলে টিউলিপের চাষ শুরু করতে আগ্রহী তারা। সন্দেহ নেই টিউলিপ চাষ শুরু হলে পাহাড়ের পর্যটনের চেহারাটাই বদলে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling hills, #Darjeeling, #Tulip Garden

আরো দেখুন