রাজ্য বিভাগে ফিরে যান

BGBS ২০২৩-এ বিনিয়োগের প্রস্তাব ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার- দেখুন ভিডিও

November 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দু’দিন ব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩-এ মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এখানে ১৮৮টি MOU স্বাক্ষর হয়েছে। তার মধ্যে শিক্ষাক্ষেত্রেই হয়েছে ১৩টি। কল্যাণী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশ-বিদেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মউ স্বাক্ষর করা হয়েছে।

একনজরে:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মউ স্বাক্ষর (স্নাতক স্তরের গবেষণা ও শিক্ষক বিনিময়)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থা Synopsys Eda-র মউ স্বাক্ষর (চিত্রকলার উন্নতিতে)।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্দোনেশিয়া ইসলাম ইউনিভার্সিটির মউ স্বাক্ষর।
সিকিম স্কিল ইউনিভার্সিটির সঙ্গে অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং ISOAH Data Securities Pvt Ltd-এর মউ স্বাক্ষর।
অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে ARU Cambridge-এর চুক্তি।
টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষরিত হয় মালয়েশিয়ার Zen Mirai Education Group-এর।
Jis গ্রুপের সঙ্গে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি।
ইউনিসেফের সঙ্গে উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষার মৌ চুক্তি।
কলকাতার ক্রেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে রাজ্য সরকারের মউ চুক্তি।

পরিবহন দপ্তরের সঙ্গে Uber একটি মৌ সাক্ষর করেছে কলকাতায়‘উবার শাটল’ – দৈনিক যাতায়াতের জন্য একটি বাস পরিষেবার জন্য। ২০২৪ সালের মার্চের মধ্যে, Uber প্রায় ৬০ টি এসি বাস চালাবে। প্রতিটি বাসে ১৯ থেকে ৫০ জনের বসার ক্ষমতা থাকবে। বাসগুলো Uber-এর প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ফ্লিট পার্টনাররা চালাবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস চলবে।

এবছর ৪০০টি আন্তর্জাতিক প্রতিনিধি, ১৭টি অংশীদার দেশের প্রতিনিধি, প্রায় ৪০টি দেশের ব্যবসায়িক এবং অফিসিয়াল প্রতিনিধি এবং বিভিন্ন দেশের ১৫ জন রাষ্ট্রদূত এবং হাইকমিশনার অংশগ্রহণ করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bgbs 2023, #Bgbs23, #BGBS

আরো দেখুন