দেশ বিভাগে ফিরে যান

সুড়ঙ্গে আটকে থেকে মায়ের জন্য কী বার্তা দিলেন বাংলার জয়দেব?

November 22, 2023 | < 1 min read

ছবি -এএফপি ভায়া গেটি ইমেজের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত দশ দিন ধরে সুড়ঙ্গে আটকে রয়েছে ৪১ জন শ্রমিক। উত্তরাখণ্ডের সিল্কিয়ারার ভেঙে পড়া সুড়ঙ্গে বাকিদের সঙ্গেই আটকে রয়েছেন জয়দেব। প্রতিকূল পরিস্থিতিতে বাকিদের সঙ্গেই মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি। মঙ্গলবার ভোর রাতে সুড়ঙ্গের মধ্যে পৌঁছেছিল ক্যামেরা ও ওয়াকিটকি। ক্যামেরার সামনেই পরিবারের কাছে উদ্বেগ প্রকাশ করেন জয়দেব। জয়দেব বলেন, দয়া করে তাঁকে যেন তাঁর মায়ের জন্য কিছু বলতে দেওয়া হয়। মাকে টেনশন করতে নিষেধ করেন জয়দেব। জানান, তিনি ঠিক আছেন। টাইমে খেয়ে নেবেন। বাবাকেও টাইমে খেয়ে নিতে বলতে বলেন।

আটকে পড়া শ্রমিকদের মধ্যেই রয়েছেন পুষ্কর সিং। চারধাম প্রকল্পের অন্তর্গত সিল্কয়ারায় প্রায় দেড়মাস ধরে কাজ করছেন তিনি। মঙ্গলবার তিনিও দাদা বিক্রম সিংয়ের সঙ্গে কথা বলেন। বিক্রম জানিয়েছেন, তাঁর ভাই জানিয়েছেন। আটকে পড়া শ্রমিকরা নিরাপদে আছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttarakhand, #west bengal workers, #Uttarakhand tunnel collapse

আরো দেখুন