ক্রমশ নামছে বঙ্গের তাপমাত্রা! কবে শুরু শীতের ইনিংস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোরের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যাচ্ছে৷ মিঠে কড়া রোদে গরম লাগলেও তা অস্বস্তিকর মনে হচ্ছে না৷ উত্তুরে ঠান্ডা হাওয়ার মিশেল শিরশিরানি বয়ে নিয়ে আসছে৷ আপাতত এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আলিপুরের আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ এই মুহূর্তে উত্তরবঙ্গের উপরের দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে এক বা দু’দিন হালকা বৃষ্টি হতে পারে ৷ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে৷ তবে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হওয়ার জেরে শীতের আমেজ বেশ ভালো করে টের পাওয়া যাবে ৷ কলকাতায় এই আমেজের উপস্থিতি না থাকলেও জেলায় জেলায় তা মালুম হচ্ছে ৷
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ দ্রুত নামতে পারে। কলকাতায় চলতি সপ্তাহেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। একইভাবে উত্তরবঙ্গেও চলতি সপ্তাহের শেষে আরও কিছুটা পারদ নামবে বলে জানা গিয়েছে।