রাজধানীর বাণিজ্য মেলা মাতাচ্ছে বাংলার সুগন্ধী মোমবাতি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লিতে মাতাচ্ছে বাংলার মোমবাতি। দেখে মনে হতে পারে, চকোলেট, টার্ট, লাড্ডু সাজানো। কিন্তু মুখে দেওয়ার উপায় নেই। সুগন্ধই তার ইউএসপি। ৪২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (আইআইটিএফ) বঙ্গ প্যাভিলিয়নে আকর্ষণের কেন্দ্রবিন্দু সুগন্ধী মোমবাতি। বাণিজ্য মেলার পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে তা কিনতে ভিড় জমাচ্ছেন উৎসাহীরা। কেউ কিনছেন, কেউ কেউ নেড়েচেড়ে দেখছেন। তবে মোমবাতির গন্ধ শুঁকছেন সকলেই। আইআইটিএফে এবারই প্রথমবার অংশ নিয়েছে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সুগন্ধী মোমবাতির স্টলের দায়িত্বে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তর, কালিম্পংয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা স্টলের বিকিকিনির দায়িত্ব সামলাচ্ছে।
মোমবাতির পাশাপাশি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বাউল গান, দুর্গাপ্রতিমা, ঢাকের বাদ্যি সব মিলিয়ে প্রগতি ময়দান হয়ে উঠেছে এক টুকরো বাংলা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে। ২৭ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। বাংলার পাশাপাশিই উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ত্রিপুরা, ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, ওড়িশার মতো বিভিন্ন রাজ্যের প্যাভিলিয়ন রয়েছে মেলায়। তবে কালিম্পংয়ের সুগন্ধী মোমবাতিকে ঘিরে উন্মাদনা সর্বাধিক। বঙ্গ প্যাভিলিয়নে রয়েছে ১৬টি স্টল। মঞ্জুষা, তন্তুজ, বাংলার হস্তশিল্প, সুফল বাংলার স্টল রয়েছে। ডালের বড়ি এবং ঘিয়ের চাহিদা রয়েছে।