এবার ওষুধ, রান্নার গ্যাস, জ্বালানি তেল বিক্রি করবে সমবায় সমিতিগুলি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাণিজ্যিক সংস্থা হিসেবে এবার কাজ করার সুযোগ পেতে চলেছে সমবায় সমিতিগুলি। ওষুধ, রান্নার গ্যাস, জ্বালানি তেল প্রভৃতি বিক্রির দায়িত্ব সমবায় সমিতির হাতে দিতে চলেছে রাজ্য সরকার। এনিয়ে নির্দেশিকাও জারি হয়েছে।
সমবায় দপ্তরের আধিকারিকদের মতে, নয়া ওই ব্যবস্থা চালু করার একাধিক উদ্দেশ্য আছে। তবে মূলত কৃষি সমবায় সমিতিগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করাই লক্ষ্য। পাশাপাশি ওই ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাছাড়াও গ্রামীণ মানুষের কাছে আরও ভালো পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।
নদীয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলাস্তরে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। ইচ্ছুক সমবায় সমিতিগুলির কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজও চলছে। পাম্প বা দোকান তৈরির জন্য আবেদনকারী সমবায় সমিতিগুলির নিজস্ব জমি থাকতে হবে। তাদের অবশ্যই লাভজনক সমবায় সমিতি হতে হবে। ওষুধের দোকান খোলার জন্য সমবায় সমিতিকেও মানতে হতে শর্ত। কী সেই শর্ত? দোকানে একজন ফার্মাসিস্টকে যুক্ত করতে হবে। তবেই সমবায় সমিতিকে ওষুধের দোকান খোলার অনুমোদন ও লাইসেন্স দেওয়া হবে। সেখানে ন্যায্যমূল্যের ওষুধ রাখতে হবে।