রাজ্য বিভাগে ফিরে যান

বাতাসে হিমের পরশ, বঙ্গে জাঁকিয়ে শীত ঠিক কবে? রইল আপডেট

November 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুয়ারে কড়া নাড়ছে শীত। ভোরের বাতাসে শীতের হিম হিম স্পর্শ। ঘাসের ডগায় জমতে শুরু করেছে শিশির।  জাঁকিয়ে শীত পড়বে খুব শীঘ্রই, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৫দিন আরও কিছুটা নামবে বাংলায় তাপমাত্রার পারদ। আজ তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই।  

রবিবার ২৬ তারিখ নাগাদ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ২৭ নভেম্বর তা গভীর নিম্নচাপে পরিণত হবে। শুরুতে এর গতিপথ হবে পশ্চিম-উত্তর পশ্চিমের দিকে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ১৯ থেকে ২০ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপটে গতকাল এক ধাক্কায় ২০ ডিগ্রির নীচে নামে তাপমাত্রার পারদ। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। 

সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ, পারদ আরও নামার সম্ভাবনা। আগামী ৪-৫ দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। মরসুমে প্রথমবারের জন্য বাঁকুড়া-পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal, #Winter, #Weather forecast, #Cold

আরো দেখুন