রাজ্য বিভাগে ফিরে যান

শীতের আমেজে ব্যাঘাত ঘটাবে নিম্নচাপের বৃষ্টি?

November 26, 2023 | < 1 min read

শীতের আমেজে ব্যাঘাত ঘটাবে নিম্নচাপের বৃষ্টি? ছবি সৌজন্যে: istock

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৯শে নভেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজে ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রকাশ করছে হাওয়া অফিস।

আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। আপাতত আরও কয়েকদিন শীতের আমেজ উপভোগ করতে পারবেন শহরবাসী।

নতুন সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২৯ তারিখ নাগাদ নিম্নচাপের সম্ভাবনা তৈরি হলেও, আপাতত ২-৩ দিন নিশ্চিন্ত থাকতে পারেন। বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই।

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অর্থাৎ আগের মতোই, দিনের বেলায় কিছুটা গরম এবং রাত বাড়লেই শীত-শীত ভাব বজায় থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Weather, #Weather forecast

আরো দেখুন