← রাজ্য বিভাগে ফিরে যান
রাস পূর্ণিমায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেনে নিন
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না।
আজ দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। নিম্নচাপটি বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
নিম্নচাপের জেরে আগামী ৫ দিন রাজ্যের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবে। শনিবার পর্যন্ত ঠান্ডার পরিমান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।