দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

গঙ্গাসাগর টুরিস্ট লজে বাড়তে চলছে থাকার জায়গা?

November 27, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গঙ্গাসাগর টুরিস্ট লজে প্রায় একশো জন মানুষের থাকার জায়গা বৃদ্ধি পেতে চলেছে। গঙ্গাসাগর টুরিস্ট লজে এই মুহূর্তে ২০টি কটেজ রয়েছে। তাতে প্রায় ৮০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। কটেজগুলির পাশেই টুরিস্ট লজের আরেকটি দোতলা বাড়ি নির্মাণ চলছে। আদপে বহু বছর ধরে নির্মাণ কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। বাড়িটির অসম্পূর্ন কাজ শেষ করার জন্য, দরপত্র ডেকে ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে।

পূর্তদপ্তরকে এখন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়িটি চালু হলে, সেখানে ১০০ জনের মতো থাকার ব্যবস্থা হবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা নিয়ে শনিবার একটি পর্যালোচনা বৈঠক করেন। জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar, #Tourist Lodge

আরো দেখুন