বিনোদন বিভাগে ফিরে যান

বিয়েতে কেমন সাজ ছিল পরম-পিয়ার? কী বলল টলিউড? দেখে নিন

November 27, 2023 | 2 min read

শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের অন্যতম ‘ব্যাচেলর বয়’ পরমব্রত চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের অন্যতম ‘ব্যাচেলর বয়’ পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ে করলেন মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে। কলকাতায় যোধপুর পার্কের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে এদিন রেজিস্ট্রি করে বিয়ে হলো তাঁদের।

নবদম্পতি পরমব্রত-পিয়া

এদিন পরম ছিলেন ঘরোয়া সাদামাটা সাজেই ,পরেছিলেন মেটে রঙের পাঞ্জাবি, সাদা চোস্তা আর জওহর কোর্ট। পিয়ার পরনে ছিল লালপাড় সাদা শাড়ি। সঙ্গে লাল ব্লাউজ। আর কিছু সোনার গয়না।

পরমব্রত ও পিয়া

এদিন তাঁদের শুভেচ্ছা জানালেন টলিউডের অনেক সহকর্মী। কী বললেন তাঁরা, দেখে নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Parambrata Chatterjee, #marriage, #celebrities, #Piya

আরো দেখুন