আজ থেকে শুরু কোচবিহার রাসমেলা, কী কী থাকছে মেলায়?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার থেকে কোচবিহারে শুরু হচ্ছে ঐহিত্যবাহী রাসমেলার সূচনা। সন্ধ্যা ৬টায় মেলা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ২১১তম রাসমেলার উদ্বোধন হবে। রাসমেলায় প্রায় তিন হাজার দোকান বসবে। রাসমেলায় বিগত বছর প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা হয়েছিল। মনে করা হচ্ছে, এবারে মেলা থেকে প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা হতে পারে। সাংস্কৃতিক মঞ্চে ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠান চলবে। মুম্বই থেকে বিনোদ রাঠোর, কলকাতা থেকে অদিতি মুন্সি-সহ বহু শিল্পী যাচ্ছেন গান গাইতে। মেলা উপলক্ষ্যে কোচবিহার পুরসভা সমস্ত কর্মীর ছুটি বাতিল করেছে।
রবিবার মদনমোহন মন্দিরে রাসচক্র ঘোরানোর মধ্যে দিয়ে রাস উৎসবের সূচনা হয়েছে। সার্কাস, নাগরদোলা চলে এসেছে। রাসমেলায় বাংলাদেশের ব্যবসায়ী, ট্যুরিস্টরা প্রতিবারই আসেন। এবারেও তাঁরা এসেছেন। জানা গিয়েছে, রাসমেলাকে সাজিয়ে তুলতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। বাংলাদেশ থেকে ১৮টি দোকান ইতিমধ্যেই চলে এসেছে। অসম, কাশ্মীর সহ প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান থেকে ব্যবসায়ীরা এসেছেন।