← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
জামবনীর পড়শুলি গ্রামে চলছে রাসমেলা, কীভাবে শুরু হয়েছিল উৎসব?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জামবনী ব্লকের পড়শুলি গ্রামে চলছে রাসমেলা, এই মেলাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। গত ২৪ বছর ধরে রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে পড়শুলিতে। সোমবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। আগামী তিনদিন তা চলবে।
জানা গিয়েছে, ২৪ বছর আগে এই গ্রামের বাসিন্দা জনৈক প্রয়াত বিনয় মাহাত স্বপ্নাদেশ পেয়ে রাসপুজো শুরু করেছিলেন। সেই সময় থেকে রাসযাত্রা উপলক্ষ্যে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাস কমিটি এই উৎসব পালন করে। জামবনীর বাসিন্দাদের পাশাপাশি ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামের বাসিন্দারাও উৎসবে যোগ দেন। হরিনাম সংকীর্তন, পালা কীর্তন, পদাবলী কীর্তন-সহ লোকশিল্পীদের ঝুমুর গানের অনুষ্ঠান চলে। হরিমন্দির চত্বরে তিনদিনের মেলা বসে। স্থানীয় শিল্পীদের নিয়ে পাতা নাচ ও ঝুমুরের অনুষ্ঠান রয়েছে বলেও জানা গিয়েছে।