মুক্তি! দুঃস্বপ্নের ১৭ দিন কাটিয়ে আলোয় ফিরলেন মৃত্যুঞ্জয়ী ৪১ শ্রমিকই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে মুক্তি, দুঃস্বপ্নের ১৭ দিন পেরিয়ে আলোয় ফিরলেন মৃত্যুঞ্জয়ী ৪১ জন শ্রমিক। সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়েছিলেন শ্রমিকরা। তাঁদের মধ্যে এ রাজ্যেরও তিনজন ছিলেন। তারপর থেকেই চলছিল উদ্ধারের কাজ। বারবার সে’কাজ ব্যাহত হলেও অবশেষে সাফল্য মিলল। ইঁদুরের মতো গর্ত খুঁড়ে মাইক্রোটানেলের সাহায্যে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করা হল। প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স, আপাতত তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারকাজ। খননযন্ত্রটি ভেঙে যাওয়ায় গত শুক্রবার থমকে গিয়েছিল উদ্ধারকাজ। সোমবার থেকে ফের খননকাজ শুরু হয়। যান্ত্রিক পদ্ধতিতে নয়, হাত দিয়ে খনন শুরু হয়। প্রয়োগ করা হয় ইঁদুর গর্ত খননের কৌশল। তাতেই এল সাফল্য। আলোয় ফিরলেন মৃত্যুঞ্জয়ী শ্রমিকরা।