কলকাতা বিভাগে ফিরে যান

চোদ্দ দিনের বইমেলায় ৬টি ছুটির দিন! রেকর্ড ভিড়ের আশায় প্রকাশকরা

November 29, 2023 | < 1 min read

চোদ্দ দিনের বইমেলায় ৬টি ছুটির দিন! রেকর্ড ভিড়ের আশায় প্রকাশকরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোরকদমে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রস্তুতি। ২০২৩-র বইমেলায় ২৬ লক্ষ পাঠক হাজির হয়েছিলেন। বইমেলার উদ্যোক্তা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড মনে করছে এবার ভিড় আরও বাড়বে। এবারের বইমেলা চলবে ১৪ দিন। যার মধ্যে ছ’টা ছুটির দিন পড়েছে। ৪৫ বছর পর নিজস্ব ঠিকানা পেয়েছে বইমেলা। ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারি পর্যন্ত তা চলবে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। থিম কান্ট্রি হিসেবে ‘ইউ কে’-র নাম ঘোষণা করা হয়। ১৯৯৮ ও ২০১৫ সালেও থিম কান্ট্রি ছিল ইউ কে। গতকালের সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং, ব্রিটিশ কাউন্সিলের পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী, পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে-সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। গিল্ডের তরফে জানা গিয়েছে, গত বছর ২৬ লক্ষ পাঠক বইমেলায় এসেছিলেন। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার। এবার ছ’টি ছুটির দিন পড়ায় রেকর্ড ভিড়ের আশা করছে গিল্ড। আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া-সহ অনেকগুলি দেশ আসছে। ১২ বছর পর জার্মানিও যোগ দিচ্ছে মেলায়। গত বছর প্রায় ৯৫০টি স্টল হয়েছিল। এবারও প্রায় ১০ শতাংশের মতো স্টল সংখ্যা বাড়াচ্ছে গিল্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Kolkata International Book fair, #kolkata Book Fair 2023, #book fair 23

আরো দেখুন