বিনোদন বিভাগে ফিরে যান

কিয়ারা থেকে ক্যাটরিনা: বলি অভিনেত্রীদের এই ডাকনামগুলো জানেন?

November 29, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাকনামের মধ্যে মিশে থাকে মনের ভালোবাসা মানুষ। বাড়িতে মা-বাবা হোক বা বলিউডের তারকা, ডাকনামে সৌন্দর্য অথচ সৃজনশীলতা প্রায়ই প্রকাশ পেয়ে থাকে। কিছু কিছু ডাকনাম আবার মাঝে মধ্যে ভাইরাল হতেও দেখা যায়। এর মধ্যে আপনার পছন্দের বলি সেলিব্রিটি দম্পতিদের আজব সব ডাকনাম রয়েছে, যা জানলে অবাক না হয়ে পারবেন না। 

একনজরে দেখে নিন সেই ডাকনামের তালিকা   

কিয়ারা আদভানি (Kiara Advani): বলি জগতের সবথেকে মিষ্টি জুটির মধ্যে অন্যতম কিয়ারা এবং সিদ্ধার্থর জুটি। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। সিদ্ধার্থ তাঁকে কখনও ‘লাভ’ আবার কখনও ‘কি’ কখনও ‘বে’ নামে ডাকেন।    

দীপিকা পাডুকন (Deepika Padukone):  ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাঁরা রামলীলার সেটে একসাথে দেখা গিয়েছিল এই দুজনকে। তখন থেকে তারা বলিউডের হটেস্ট দম্পতি হয়ে উঠেছেন তাঁরা। স্বামী-স্ত্রী হওয়ার আগে এই দম্পতি প্রায় ৬ বছর ধরে রাজত্ব করেছিলেন। রনবীর আদর করে দীপিকাকে ‘তিতলি’ বলে ডাকেন।   

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif): অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল টিনসেল টাউনের অন্যতম হট জুটি। ২০২১ সালের ৯ ডিসেম্বর জমকালো অনুষ্ঠান করে রাজস্থানে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাটরিনা নাকি কথায় কথায় ভীষন চিন্তা করেন, তাই ভিকি তাকে ভালোবেসে ‘প্যানিক বাটন’ বলে ডাকেন।  

ঐশ্বরিয়া রাই বচ্চন ( Aishwarya Rai Bachchan): ঐশ্বরিয়া রাই বচ্চনের ডাকনামমার্জিত ব্যক্তিত্বের সাথে জড়িয়ে রয়েছে। ২০০৭ সালের ২০ এপ্রিল অভিষেক ভালোবেসে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন। স্ত্রী ঐশ্বর্যকে কখনও ‘ঐশ’, কখনো আবার ‘ওইফি’ বলে ডাকেন তিনি। আবার তিনি তার দুই ভাগ্নের কাছে ‘গুল্লু মামি’ নামেও পরিচিত। 

জয়া বচ্চন (Jaya Bachchan): ১৯৭৩ সালে ৩ জুন জয়া বচ্চনকে বিয়ে করেছিলেন বিগ বি। প্রায় ৫ দশকের দাম্পত্য জীবনে জয়াকে অমিতাভ আগে ‘ম্যাডাম’ বলে ডাকতেন কিন্তু এখন আদর করে ‘দেবী জি’ বলে ডাকেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood Celebrity, #Nicknames, #Bollywood

আরো দেখুন