উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

জমে উঠছে কোচবিহারের রাসমেলা, কেমন জনসমাগম হচ্ছে?

November 29, 2023 | < 1 min read

জমে উঠছে কোচবিহারের রাসমেলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জমে উঠেছে কোচবিহারের বিখ্যাত রাসমেলা। দ্বিতীয় দিন থেকেই ঐতিহ্যবাহী রাসমেলায় মানুষের ঢল নামছে। মদনমোহন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। জানা গিয়েছে, গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মন্দিরে লক্ষাধিক মানুষ এসেছে। মদনমোহনের খিচুড়ি ভোগ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছেন ভক্তরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষজন আসছেন।

মদনমোহনের দর্শনে ও রাসচক্র ঘোরাতে দলে দলে ভক্তরা আসছেন। জানা গিয়েছে, রাসচক্র ঘুরিয়ে রবিবার রাস উৎসব সূচনার পর, সারা রাত মন্দিরে ভক্তরা এসেছিলেন। পূর্ণিমা থাকার কারণে সোমবার প্রায় ৫০ হাজার ভক্ত মদনমোহনকে দর্শন করেছেন। রাস উপলক্ষ্যে মদনমোহন এখন মন্দিরের বারান্দায় রয়েছেন। ঠাকুরকে দর্শন করতে দলে দলে লোক আসছেন। রাস উৎসব উপলক্ষ্যে সকাল ৮টায় মন্দির খুলছে। রাত প্রায় ১১টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকছে। মহারাজা ও রানিদের ছবি, বিভিন্ন পৌরাণিক মডেল দিয়ে মন্দিরের চারপাশ সাজানো হয়েছে।

সোমবার প্রায় ৭২ কেজি চাল-ডালের খিচুড়ি ভোগ বানানো হয়েছিল। মঙ্গলবার সরকারিভাবে ১২ কেজি চাল, ডালের খিচুড়ি রান্না হয়েছে। এছাড়াও ছিল ভক্তদের দেওয়া ভোগ। দুপুর দেড়টা নাগাদ প্রতিদিন ভোগ বিতরণ শুরু হচ্ছে। খেলনা, পুজোর সামগ্রী, হরেক রকম জিনিসের দোকান বসেছে। রাসমেলা মাঠে ইতিমধ্যেই কয়েকশো দোকান বসেছে। আরও হাজার খানেক দোকান তৈরির জন্য কাঠামো বানানো চলছে। সার্কাস, নাগরদোলা, শিশুদের রাইড বসতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Coochbehar, #coochbehar raas, #coochbehar raas mela

আরো দেখুন