রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার মেয়েদের জন্য কী পদক্ষেপ করছে মার্কিন মুলুক?

November 29, 2023 | < 1 min read

বাংলার মেয়েদের জন্য কী পদক্ষেপ করছে মার্কিন মুলুক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প ও শিক্ষার ক্ষেত্রে বাংলার মহিলাদের পাশে থাকার বার্তা দেন কলকাতার মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক। তিনি জানান, মহিলাদের অগ্রগতিতে পাশে থাকতে আমেরিকা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, সমাজে মহিলাদের গুরুত্ব কতটা, তা মহিলারা বেশি করে বুঝতে পারছেন। তাঁরা বহু দায়িত্ব সামলাচ্ছেন। কাজ করতে গিয়ে মহিলারা যাতে হিংসা ও লিঙ্গ বৈষম্যের শিকার না হন, তার জন্য এগিয়ে আসতে হবে পুরুষদের। মার্কিন দূত পাভেক জানান, কলকাতা কনস্যুলেটের পক্ষ থেকে বাংলার মহিলাদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে উদ্যোগপতি হিসেবে তুলে আনার কাজ চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#USA, #Melinda Pavek, #India, #West Bengal, #Bengal, #Women

আরো দেখুন