দেশ বিভাগে ফিরে যান

Master Blaster-র নামাঙ্কিত স্টেশনে Little Master? ব্যাপারটা কী?

November 29, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দু’জনেই ভারতীয় ব্যাটিংয়ের ভরসার নাম, তবে যুগ আলাদা। নিজেদের সময় তাঁরা দাপিয়ে বেরিয়েছে ২২ গজে। একজন আটের দশকে রাজত্ব করেছেন, অন্য একজন মাঠ কাঁপিয়েছেন ৯-র দশকে। তাঁরা হলেন মাস্টার ব্লাস্টার, লিটিল মাস্টার। এবার লিটিল মাস্টারকে দেখা গেল মাস্টার ব্লাস্টারের নামে নামাঙ্কিত রেলওয়ে স্টেশনে।

ভারতে সচিন নামে একটি রেলওয়ে স্টেশন রয়েছে। সেখানে দাঁড়িয়েই একটি ছবি পোস্ট করেছেন সুনীল গাভাস্কার, যা দেখে সকলেই প্রায় অবাক হয়ে গিয়েছেন। যা নিয়ে জোর চর্চা চলছে সমাজ মাধ্যমে। পোস্টটি গাভাস্কার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে রেলস্টেশনে দাঁড়িয়ে রয়েছেন গাভাস্কার। পোস্টে ক্রিকেটপ্রেমীরা নানান ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

গাভাস্কার লিখছেন, সুরাটের কাছে একটি রেলস্টেশনের নামকরণ অন্যতম মহান ক্রিকেটার এবং আমার প্রিয় ক্রিকেটারের নামে রাখা হয়েছে। সত্যিই স্বপ্ন। সেই পোস্টে সচিন লিখেছেন, ‘গাভাস্কার স্যার, আপনার কথাগুলো আমার কাছে অনেক বিশেষ অর্থবহ। সচিনের আবহাওয়া ‘সানি’, তা দেখে খুব ভাল লাগছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Sunil Gavaskar, #Sachin Tendulkar, #Sachin Railway Station, #gujarat

আরো দেখুন