রাসযাত্রায় নৌকো ভাসিয়ে সূর্যদেবের পুজো? জানেন কোথায় হয় এমনটা?
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দারা আজও নদীতে নৌকো ভাসানোর রীতি ধরে রেখেছেন রাসযাত্রায়। ফি বছর রাস পূর্ণিমার সকালে গ্রামবাসীরা রাধাকৃষ্ণর মন্দিরে পুজো দেওয়ার আগে, সূর্যদেবকে নৌকো উৎসর্গ করেন। গোপীবল্লভপুরের শ্যামসুন্দরপুর, গোপীবল্লভপুর, ধর্মপুর ও আশুই গ্রামের বাসিন্দারা সুবর্ণরেখা নদীতে নৌকো ভাসিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে রাসপুজো দেন। নৌকো ভাসানোর আগে নদীর তীরে আঁখ, হলুদ তুলসী, কচু ইত্যাদি গাছকে পুজো করা হয়। নদী থেকে জল নিয়ে গাছের উপরে ঢালার রীতিও রয়েছে। গাছকে পুজো করার পর, বিভিন্ন রঙিন কাগজের পতাকা দিয়ে সাজানো শোলার তৈরি নৌকো নদীতে ভাসানো হয়।
সোমবার রাসযাত্রা প্রথম দিনে, সুবর্ণরেখার নদীতে গোপীবল্লভপুর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা নৌকা ভাসিয়েছেন। সুবর্ণরেখা তীরবর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় এই নৌকো ভাসানোর রীতি বেশি প্রচলিত। নৌকো ভাসানোর পরে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়া হয়। রাসযাত্রার সময়ে প্রতিবছর এই রীতি পালিত হয়। গোপীবল্লভপুর তিন রাজ্যের মিলনক্ষেত্র। দশ কিলোমিটার মধ্যে রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ড।