লোকসভার প্রস্তুতি সুদূরের বস্তু, দলীয় কোন্দল মেটাতেই ব্যস্ত বঙ্গ BJP?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই লোকসভা ভোট, প্রায় সব রাজনৈতিক দলগুলিই প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু বঙ্গ বিজেপি ব্যস্ত কোন্দল মেটাতে। বিজেপির হুগলি-চুঁচুড়া সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদের কালঘাম ছুটে যাচ্ছে গৃহযুদ্ধ সামলাতে। কবে ঝামেলা মিটবে, কবে হবে ভোটের প্রস্তুতি? নেতারা দিশেহারা। বিজেপির অন্দরের খবর, বিধানসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়ের হারের ধাক্কা দল এখনও সামলে উঠতে পারেনি গেরুয়া শিবির। বেসামাল সংগঠনের জেরে আরও চিন্তার বিজেপি নেতৃত্ব। জেলার বিজেপি নেতাদের ধারণা আসন্ন লোকসভা নির্বাচনে হয়তো তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারবেন না।
চুঁচুড়ার বিজেপি নেতারা বলছেন, রাজ্য নেতৃত্ব, জনপ্রতিনিধিরা দলের জেলা সংগঠনের মাথায় চেপে বসেছেন। তাতে সমস্যা তৈরি হচ্ছে। পুরসভায় লড়ার মতো ক্ষমতাও নাকি এখন বিজেপির নেই। গেরুয়া পতাকাই কেবল দলের সম্বল। গত বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্রে সাংসদ লকেটের হারের পর থেকে বিজেপির অন্দরে ডামাডোল শুরু হয়। দলের নিচুতলার কর্মী-সমর্থকদের দাবি, দলের ছন্নছাড়া অবস্থার কোনও উন্নতি হচ্ছে না। তাঁদের আরও দাবি, দলের রাজ্যনেতারাও সমস্যা মেটানোর ব্যাপারে কোনও ভূমিকা নেননি।
অভিযোগ উঠছে, স্থানীয় বা জেলাস্তরের নেতারা নিজেদের গোষ্ঠীর স্বার্থেই দলকে পরিচালিত করার চেষ্টা চালাচ্ছেন। চুঁচুড়ায় বিজেপির সংগঠন কার্যত ভঙ্গুর। গেরুয়া শিবিরের নেতারা, লোকসভা ভোটের আগে পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনা দেখছে না।