← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
ডিসেম্বরে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কী কী কর্মসূচি থাকতে পারে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জুনের পর পাঁচ মাসের ব্যবধানে ডিসেম্বরেই হচ্ছে সফর। জানা গিয়েছে, আসন্ন উত্তরবঙ্গ সফর বেশ দীর্ঘ হতে পারে। শোনা যাচ্ছে, ৬ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। ৮ ডিসেম্বর কার্শিয়াংয়ে সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা।
১০ তারিখ বানারহাটে জমির পাট্টা বিলি করবেন তিনি। ১২ ডিসেম্বর শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এবার ৭ দিনের সফরসূচি রয়েছে। সফরচলাকালীন বানিজ্য সম্মেলন করার কথাও রয়েছে তাঁর। তবে দিনক্ষণ ও স্থান চূড়ান্ত হয়নি। আগামীকাল উত্তরবঙ্গের ৮ জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যসচিব।