দেশ বিভাগে ফিরে যান

বিশ্বের প্রথম কুড়ি ধনকুবেরদের তালিকায় কামব্যাক গৌতম আদানির

November 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের প্রথম কুড়ি ধনকুবেরদের তালিকায় স্থান পেয়েছেন গৌতম আদানি । তিনি রয়েছেন ১৯তম স্থানে। মুকেশ আম্বানি রয়েছেন ১৩তম স্থানে।

নিউ ইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর ধস নেমেছিল আদানি গোষ্ঠীর শেয়ারে। সেই ধাক্কা সামলে যেভাবে আদানি গোষ্ঠী বাজার মূলধন বাড়িয়েছে তাঁর ফলেই জায়গা হয়েছে বিশ্বের প্রথম ২০ ধনকুবেরদের মধ্যে।

২৮ নভেম্বর পর্যন্ত আদানি গোষ্ঠীর সম্পূর্ণ বাজার মূলধনের পরিমাণ ১১ লক্ষ ৩১ হাজার ৯৬ কোটি টাকা। এক সপ্তাহের মধ্যে একলাফে তা ১.০৪ লক্ষ কোটি টাকা বেড়েছে।

সম্প্রতি লাভের মুখ দেখেছে আদানি গোষ্ঠীর ১০টি সংস্থাই যা চমকে দিয়েছে সকলকে। আদানি গোষ্ঠীর বাজার মূলধন ১ লক্ষ কোটি টাকারও বেশি। দৈনিক ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়েছে গৌতম আদানির যা ভারতীয় মুদ্রায় ৫০ হাজার কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Adani, #Adani Group, #Gautam Adani

আরো দেখুন