KIFF-র ঢাকে কাঠি, ফেস্টিভ্যালের থিম সং গাইলেন অরিজিৎ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯তম সংস্করণের উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে বসতে চলেছে চাঁদের হাট। জানা গিয়েছে, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সলমন খান, অনিল কাপুর ও কমল হাসান। উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বছরের চমক হল ফেস্টিভ্যালের থিম সং। শ্রীজাত গান লিখেছেন। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। বুধবার রবীন্দ্র সদনে চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন হয়েছে। সেখানেই জানানো হয়েছে, এ বছর সরকারি প্রেক্ষাগৃহ ছাড়াও শহরের বেশ কয়েকটি মালিটিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে ছবি প্রদর্শিত হবে। শহরের মোট ২৩টি প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন হবে।নবীনা, স্টার, মিনার, বিজলি, প্রাচী, মেনকা, অশোকা, অজন্তা, মেট্রো, নিউ এম্পায়ার মতো শহরের সিঙ্গল স্ক্রিনগুলিতে ছবি দেখানো হবে। সমাপ্তি অনুষ্ঠানে অভিনেত্রী অদিতি রায় হায়দারি উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে।
উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মাস্টারক্লাস নিতে আসবেন সৌরভ শুক্লা, মনোজ বাজপেয়ি, সুধীর মিশ্র প্রমুখ। আলোচনা সভায় অংশ নেবেন বিখ্যাত স্প্যানিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা মলিনা প্রমুখ। অনুরাগ কাশ্যপ আসছেন, এবারের উৎসবে তাঁর সাম্প্রতিক ছবি কেনেডি প্রদর্শিত হবে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ ডিসেম্বর বিকেল ৫.৩০টায় উত্তমকুমার, তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’ সিনেমাটি উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে। এ বছর মোট ২১৯টি বিদেশি ছবি দেখানো হবে। প্রতিযোগিতা বিভাগে রয়েছে ৭২টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি ও ৫০টি ছোট ও তথ্যচিত্র। মৃণাল সেন ও দেব আনন্দের বিশেষ প্রদর্শনী থাকছে। সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সদ্যপ্রয়াত সৌমেন্দু রায়কে হোমেজ জানানো হচ্ছে। এই প্রথম বাংলা ভাষাতেও ছবির প্রতিযোগিতামূলক বিভাগ শুরু হল। সেরা ছবির পুরস্কার মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা।
উৎসবের এবারের ফোকাস কান্ট্রি স্পেন। বিশেষ ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন আমেরিকার চলচ্চিত্র পরিচালক-সমালোচক লরেন্স কার্ডিশ। সাংবাদিক সম্মেলনে থিম সং, অফিসিয়াল লোগোর উদ্বোধন হয়।