খেলা বিভাগে ফিরে যান

ওয়াকওভার পেয়ে ডার্বি জিতল ইস্টবেঙ্গল, অনুপস্থিত মোহনবাগান শাস্তির মুখে

November 30, 2023 | < 1 min read

ওয়াকওভার পেয়ে ডার্বি জিতল ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের বহু প্রতীক্ষিত ডার্বিতে ইস্টবেঙ্গল উপস্থিত থাকলেও খেলতে এল না মোহনবাগান। এক ঘণ্টা অপেক্ষা করার পর ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে দেন ম্যাচ রেফারি। না খেলেই তিন পয়েন্ট গেল ইস্টবেঙ্গলের ঘরে। অন্য দিকে, মোহনবাগানকে কোনও শাস্তি দেওয়া হবে কি না এটা আইএফএ-র কমিটি ঠিক করবে।

এদিন দুপুর ২টো থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ৩টে বেজে গেলেও দেখা যায়নি মোহনবাগান দল বা তাদের কোনও কর্তাকে। আজ অবশ্য নৈহাটি স্টেডিয়াম পুরোপুরি ফাঁকা ছিল। কোনও দলের সমর্থকই আসেননি খেলা দেখতে।

সমাজমাধ্যমে অবশ্য লাল-হলুদ সমর্থকরা এর ফায়দা তুলতে ছাড়েনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Derby, #East Bengal, #mohunbagan, #Walk over

আরো দেখুন