উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আজ থেকে মালিভিটায় শুরু হচ্ছে রাসমেলা, চলবে পাঁচদিন

November 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার থেকে আরম্ভ হতে চলেছে রাসমেলা। পাঁচদিন ধরে চলবে এই মেলা। মেলা এ বছর ৩৮তম বর্ষে পা দিল। সন্ধ্যা ৭টায় মেলার উদ্বোধন হবে। রাস উৎসব উপলক্ষ্যে মেলা পাঁচদিন ধরে চলে আসছে প্রথম থেকেই। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, শিশুদের রাইড নিয়ে আসা হয়েছে। এবারের মেলায় বিশেষ আকর্ষণ রাজবংশী সম্প্রদায়ের পালা গান। আজ মেলার শুরুর দিন বৃহস্পতিবার, স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

আগামীকাল রাজবংশী পালা শ্বশুরের বেইমানি বউমার দস্যু রানি মঞ্চস্থ হবে। জলপাইগুড়ির কলা কুশলীরা অভিনয় করবেন। ২ ডিসেম্বর, শনিবার পটপটিয়া গোঁসাই, জ্ঞানী বালা পালা রয়েছে। ২ ও ৩ ডিসেম্বর রাজবংশী পালা গানের অভিনয় করবেন কোচবিহারের মানিকগঞ্জের কলা কুশলীরা। বিভিন্ন ধরনের মডেল আনা হয়েছে মেলা উপলক্ষ্যে। নাগরদোলা বসানো হয়েছে, খাবার, হস্তশিল্প সামগ্রী, গরম পোশাক, প্রসাধনী সামগ্রীর দোকান-সহ কয়েকশো স্টল বসছে মেলায়। উত্তরের বিভিন্ন জেলা থেকে লোকজন আসেন মেলায়। প্রতিদিন হাজার দশেক মানুষের সমাগম হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#raas mela, #malivita

আরো দেখুন